পেয়ারপুর ইউনিয়ন।
কালেরস্বাক্ষী বহনকারী কুমার নদীর তীরে গড়ে উঠা মাদারীপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো পেয়ারপুর ইউনিয়ন। কালপরিক্রমায় আজ পেয়ারপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান,আর্থিক সচ্ছলতা, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম– ০৪ নং পেয়ারপুর ইউনিয়ন ।
খ) আয়তন– ৯.১০ (বর্গকিঃমিঃ)
গ) লোকসংখ্যা– ১৮২৮৮জন(প্রায়)
ঘ) গ্রামেরসংখ্যা– ৯ টি।
ঙ) মৌজারসংখ্যা– ৫ টি।
চ) হাট/বাজারসংখ্যা- ১ টি।
ছ) উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম– বাস,মটর সাইকেল,রিক্সা,ভ্যান, ইসি বাইক ইত্যাদি।
জ) শিক্ষারহার– ৬০%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)
সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ৭ টি,
বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০২টি,
উচ্চবিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৬ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাব মোঃ মজিবুর রহমান খান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান - ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– পেয়ারপুর মোল্লা বাড়ি।
ঠ) ইউপি ভবন ঃ নাই
ড) নবগঠিতপরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণেরতারিখ– ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভারতারিখ– ২০/০৭/২০১১ইং
৩) মেয়াদ উর্ত্তীনেরতারিথ– ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রামসমূহেরনাম–
পেয়ারপুর, আদমপুর, বড়াইলবাড়ী,
পশ্চিমপেয়ারপুর, মধ্যপেয়ারপুর,
বলাইরকান্দি, গাছবাড়ীয়া,
কুমড়াখালী, নয়াচর ।
ণ) ইউনিয়নপরিষদজনবল–
১) নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন।
২) ইউনিয়নপরিষদসচিব– ১জন।
৩) ইউনিয়নগ্রামপুলিশ– ১০জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস